Present Indefinite / Simple Present Tense এর ব্যাবহার


সাধারণত কোন কাজ বর্তমানে সম্পন্ন হয়, কিন্তু কাজটির সমাপ্তি বা অসামাপ্তি কোনটিরই নির্দেশ করে না, এরুপ বুঝাতে verb এর যে রুপ ব্যাবহৃত হয়, তাকে present indefinite tense বলা হয়।

যেমনঃ Nasim writes a letter.

The sun rises in the east.

It takes ten minutes to get to School. 

She walks daily in the morning. 


Present Indefinite Tense এর গঠনঃ

Affirmative : Subject + মূল verb + obj + extension

Nagative : Subject + do/does+ not + obj + extension

 Interrogative: Do/Does + subject + মূল verb +  obj + extension +? 


Note: Subject third person singular number হলে, Affirmative sentence এর ক্ষেত্রে verb এর শেষে s বা es যুক্ত হয়।

Negative sentence এর ক্ষেত্রে verb এর  পূর্বে does not / doesn't বসে এবং Interrogative Sentence এর ক্ষেত্রে subject এর পূর্বে does বসে। অন্যান্য সব person এর সাথে do বসে। 


যেমনঃ Rahul goes to office everyday 

Do I/we/you/they play cricket? 

Does Rahim go to office everyday? 

Ripon does not/doesn't go to office everyday. 

Present Indefinite Tense এর ব্যাবহারঃ 


1. সাধারন বর্তমান কালের কোন ঘটনা বা তথ্য প্রকাশ করতে present tense ব্যাবহৃত হয়।

যেমনঃ The wind blows violently. 


2. চিরন্তন কোন সত্য, অভ্যাসগত কোন কাজ বা ঘটনা বুঝাতে present indefinite tense ব্যবহৃত হয়। 

যেমনঃ Water rolls downwards.


3. প্রতিনিয়ত বা পুনঃপুন ঘটছে এরুপ কোন ঘটনা বর্ণনা করতে Present indefinite tense ব্যবহৃত হয়।

যেমনঃ I go to Sylhet two times a month.


4. অতীতের ঐতিহাসিক কোন ঘটনা প্রকাশ করতে Present indefinite tense ব্যবহৃত হয়।

যেমনঃ Akbar ascends the throne of Delhi at the age of thirteen.


5. Always, sometimes, usually, occasionally, often, everyday / week/month/year ইত্যাদি adverb গুলোর সাথে বেশিরভাগ ক্ষেত্রেই Present indefinite tense ব্যবহৃত হয়।

যেমনঃ He often comes to our house. 


⏺Fell এবং Look এ দুটি verb এর ক্ষেত্রে আমরা simple present বা present continuous tense উভয়ই ব্যাবহার করতে পারি। সাধারণ যখন আমরা মনে করি, how somebody looks or feels সেক্ষেত্রে আমরা simple present বা present continuous tense উভয় ব্যাবহার করতে পারি। 

যেমনঃ You look well today. Or,  You are looking well today.


কিন্তু যখন আমরা বলি I usually fell tired in the morning. এরুপ ক্ষেত্রে আমরা continuous tense ব্যাবহার করতে পারি না।

অর্থাৎ আমরা বলতে পারি না যে, I am usually feeling tired.


আজকে এই পর্যন্তই। আমাদের সাইটে tense সম্পর্কে আরো অনেক পার্ট আছে চাইলে সেইগুলো দেখে আসতে পারো।