HOW TO DO WELL IN THE EXAMINATION

 


If you want to do well in the examination, you need to follow certain things. Learn your lessons timely, Don't neglect your studies at the beginning of the school term. When the examination approaches, revise all the subjects from the beginning to the end. It will meet 50 percent of your chances of success But the other 50 percent of your chances of success relate to your examination skill rather than to your subject knowledge. So, check and double-check your exam dates and time. 


Check what you are allowed and what you are not allowed to take in with you. You make these ready the day before. Budget your time. Do not waste your time elaborating adequate answers. Always attempt to answer all the questions. Read through the whole question paper before starting to write, spend some time per question thinking about and planning your answer. Underline the key words in the questions. Half-way through writing the answer, check back that you are doing correctly. Make your answer legible. Use double spacing to make your handwriting easy in the eye for the reader. If you can do all these, you must do well in the examination. 


অনুবাদ :

কীভাবে পরীক্ষায় ভালাে করা যায়। যদি তুমি পরীক্ষায় ভালাে করতে চাও, তােমাকে অত্যাবশ্যক কাজগুলাে করা প্রয়ােজন। সময়মতাে তােমার পাঠ শেখ। বিদ্যালয়ের কার্যকালের শুরুতে পড়াশােনায় অবহেলা করবে না। যখন পরীক্ষা নিকটবর্তী হবে তখন সবগুলাে বিষয় প্রথম থেকে শেষ পর্যন্ত পুনর্বার পড়বে। এটি সফলতার শতকরা পঞ্চাশ ভাগ পূরণ করবে। কিন্তু সফলতার অন্য ৫০ ভাগ তােমার বিষয়ভিত্তিক জ্ঞানের থেকে তােমার পরীক্ষার দক্ষতার সাথে সম্পর্কিত। তাই পরীক্ষার তারিখ ও সময় যাচাই কর, পুনরায় যাচাই কর। তােমার সাথে কী নিতে পারার আর কী নিতে না পরার অনুমতি রয়েছে তা যাচাই কর। পরীক্ষার আগের দিনই সবকিছু প্রস্তুত করে রাখ। তােমার সময় হিসাব কর। উত্তরকে পর্যাপ্ত বড়াে করে সময়কে নষ্ট করবে না। সবসময় সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। উত্তর লেখা শুরু করার আগে পুরাে প্রশ্নপত্রটি ভালাে করে পড়বে। উত্তর ভাবা এবং উত্তর দেওয়ার পরিকল্পনা করে প্রতিটি প্রশ্নের জন্য কিছু সময় ব্যয় কর। প্রশ্নগুলাের গুরুত্বপূর্ণ শব্দগুলাের নিচে দাগ দাও। উত্তর লেখার মাঝপথে আবার যাচাই কর যে তুমি সঠিকটিই করছ। উত্তরগুলাে যুক্তিযুক্ত দিবে। পাঠকের চোখে তােমার হাতের লেখা। স্পষ্ট করার জন্য দ্বিগুণ ফাকা দাও। যদি তুমি এগুলাে কর তবে তুমি অবশ্যই পরীক্ষায় ভালাে করবে।

HOW TO DO WELL IN THE EXAMINATION