Tense / ক্রিয়া || Tense শিখো সবচেয়ে সহজে


ক্রিয়ার কালকে Tense বলে। অন্য কথায় বলা যায়, কোন ঘটনা, কাজ কিংবা অবস্থার সময় বুঝতে বাক্যে verb এর যে বিভিন্ন রুপ ব্যবহৃত হয় তাকে Tense বা কাল বলে।

Examples: Shusmita goes to school everyday. Shusmita went to school yesterday. Shushmita will go to school tomorrow. 

উপরের ৩ টি sentence এ তিনটি সময়ের কথা উল্লেখ করা হয়েছে। প্রথম sentence এ বর্তমান সময়ের কথা বলা হয়েছে। সুষমিতা প্রতিদিন স্কুলে যায়। অর্থাৎ কাজটি তার প্রতিদিনের কাজকর্মের অংশ। এটি present tense. অতএব, কোন কাজ যদি বর্তমান সময়ে সংগঠিত হয়, তবে তাকে present tense বলা হয়।

দ্বিতীয় sentence এ অতীত সময়ের কথা উল্লেখ করা হয়েছে।  সুষমিতা গতকাল স্কুলে গিয়েছিল। অর্থাৎ সে কাজটি গতকাল সম্পাদনা করেছে। এটি past tense. অতএব, কোন কাজ যদি অতীতে সংগঠিত হয়, তবে তাকে past tense বলা হয়। 

 তৃতীয় sentence এ ভবিষ্যৎ সময়ের কথা উল্লেখ করা হয়েছে। সুষমিতা আগামীকাল স্কুলে যাবে। অর্থাৎ কাজটি সে ভবিষ্যত কালে সম্পন্ন করবে। এটি future tense. অতএব, কোন কাজ ভবিষ্যতে সংগঠিত হবে এমন বুঝালে, তাকে Future tense বলা হয়। 

 সুতরাং ক্রিয়া বা কাজ সম্পাদন হওয়ার সময় থেকেই আমরা tense চিনে নিতে পারি।

 

 

 Tense-এর প্রকার ভেদঃ

 

 Tense প্রধানত ৩ প্রকার। যথাঃ 

 1. Present tense 2. Past Tense 3. Future Tense 

 

এই তিন প্রকারের Tense এর প্রত্যেক কে আবার চার ভাগে ভাগ করা যায়।


(a) Present Tense: 1. Indefinite / Simple Tense

2. Continuous / Progressive Tense

3. Perfect Tense 

4. Perfect Continuous / Progressive Tense

(b) Past Tense: 1. Indefinite / Simple Tense

2. Continuous / Progressive Tense

3. Perfect Tense 

4. Perfect Continuous / Progressive Tense

(c) Future Tense: 1. Indefinite / Simple Tense

2. Continuous / Progressive Tense

3. Perfect Tense 

4. Perfect Continuous / Progressive Tense

আজ এই পর্যন্তই

আমাদের সাইটে Tense এর আরো অনেক পার্ট আছে চাইলে একটু ঘুরে দেখে আসতে পারো