A RICKSHAW PULLER (Paragraph)
A rickshaw puller is a person who pulls rickshaw for his living He is'a familiar figure in cities and towns. He lives in the slum area norm
nally in the city. He supports his family through great hardship. He lives from hand to mouth. His family lives in great poverty Somet
poverty. Sometimes, it becomes very hard for him to maintain his family with his small income. He passes his days in great troubles. There is no time table of his work. He usually pulls the rickshaw from morning till midnight. He pulls his rickshaw both in fair and foul weather. If he becomes sick, he cannot pull his rickshaw. As a result, he and his family goes without food. Though he works hard, he cannot better his life. We should evaluate his hard labour. It is our holy duty to be sympathetic towards him. We should respect him and his hard working life. অনুবাদ:
একজন রিকশাচালক যিনি রিকশা চালান তিনি হলেন রিকশাচালক। শহর ও বন্দরে তিনি একজন পরিচিত ব্যক্তি। তিনি সাধারণত শহরের বস্তি এলাকায় বাস করেন। তিনি অনেক কষ্টে তার পরিবারকে ভরণপােষণ করেন। তিনি দিনে এনে দিনে খান। তার পরিবার চরম দারিদ্র্যের মধ্যে বাস করে। মাঝে মাঝে তার অল্প আয় দিয়ে পরিবারকে ভরণপােষণ করা তার জন্য খুবই কষ্টকর হয়ে পড়ে। তিনি অনেক সমস্যার মধ্যে তার দিনগুলাে অতিবাহিত করেন। তার কাজের কোনাে সময়সূচি নেই। তিনি সাধারণত সকাল থেকে মধ্যরাত পর্যন্ত রিকশা চালান। তিনি খারাপ ও ভালাে। উভয় আবহাওয়ায় রিকশা চালান। তিনি অসুস্থ হয়ে পড়লে রিকশা চালাতে পারেন না। ফলে তাকে ও তার পরিবারকে অভুক্ত থাকতে হয়। তিনি কঠোর পরিশ্রম করলেও তার জীবনকে উন্নত করতে পারেন না। আমাদের উচিত তার কঠোর পরিশ্রমের মূল্যায়ন করা। তার প্রতি । সহানুভূতিশীল হওয়া আমাদের পবিত্র দায়িত্ব। আমাদের উচিত তাকে ও তার কর্মময় জীবনকে সম্মান করা।